৭১-এর দেনা-পাওনা

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

জহির উদ্দিন মোহাম্মেদ babar
  • ১৯
  • ৭৬
ওগো জননী তোমার কান্নার ধ্বনি
শুনিনি আমি তখন।
আমি দেখিনি মাগো তোমার ছেলের
বুকফাটা রক্ত রোদন।

আমি বলিনি তখন যুদ্ধে যাব,
বলিনি রক্ত নেব।
তোমার মুখপানে চেয়ে বলতে পারিনি
একদিন বুঝিয়ে দেব।

মাগো শত্রুরা যেদিন কেড়ে নিল তোমার
পিতৃভূমি, বাটি।
তোমার কান্না শুনে কেঁদেছিল সেদিন
বাংলাদেশের মাটি।

আমি কাঁদতে পারিনি তোমার জন্য
ফেলিনি চোখের জল।
অাঁখিজলে ভেসে গেল সেদিন
একলা তোমার অাঁচল।

আমি দেখিনি যামিনী কিভাবে কেটেছিল
দীর্ঘ নয়টা মাস।
আমি দেখিনি শহীদের আত্মাহুতি
তোমার দীর্ঘ শ্বাস।

আমি দেখেছি শহীদ পত্নীর
সমুদ্র সমেত চোখ।
অাঁখিজল টলমল, খুঁজিছে আজও
হাড়ানো আনন্দলোক।


আমি দেখেছি শহীদ মুক্তিযোদ্ধার
অন্ন নাহি জোটে।
বিধবা নারীর ধন-সম্পদ
লোটেরা কেমনি লুটে।

আমি দেখেছি রাজনীতিতে
পৃথ্বীরাজের লড়াই
আগুন বিনা গরম হতে
রাজনীতির লাল কড়াই।

আমি দেখেছি অবুঝ শিশুর
টুকরো টুকরো লাশ।
সন্ত্রাসীদের অবাদচরণ
বাঁচা নাভীশ্বাস।

আমি দেখেছি দেশের শত্রু, জাতির শত্রু
মুখোশ পড়ে ঘুরে।
দিনের আলোয় জননেতা
রাতে টনক নড়ে।

চিংড়ি পোকার মত ওড়া
নির্লজ্জ এক সর্দার
জনগণের কাটগড়ায়
কেউ পাবেনা পার।

ওড়া কাপুরুষ, ওড়া নরপশু
ওদের হবে পতন।
ওদের বিচার করব মোরা
এই করেছি পণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রওশন জাহান চেষ্টা চালিয়ে গেলে একদিন আরো ভালো লেখা আমরা উপহার পাব নিশ্চয়।
আশা করে আমারে করেছেন ঋনী, এখন আরো ভালো লেখা লিখতে হবে জানি।
মামুন ম. আজিজ তোমার জন্য অঢেল শুভ কামনা
রোদের ছায়া ছোট ছোট বাক্যে অনেক কথাই বলে গেলে , খুব ভালো ....
রোদের ছায়া পড়ুক সবার গায়ে, সবাই আবার উঠবে হেসে ছড়বে রোদ্র নায়ে। ভালো থাকবেন।
আহমাদ ইউসুফ চমত্কার ছন্দময় কবিতা . মনের আগুন ধরে রাখুন. আরো জালাময়ী কিছু লিখুন এই প্রত্যাশা রইলো. ধন্যবাদ আপনাকে
মিলন বনিক অনেক ভাব এবং দেশের প্রতি অগাধ ভালবাসার বহিপ্রকাশ ঘটল...আপনার লেখা আরো শক্তিশালী হোক এই প্রত্যাশা....খুব ভালো লাগলো.....
জালাল উদ্দিন মুহম্মদ আমি দেখেছি রাজনীতিতে/ পৃথ্বীরাজের লড়াই/ আগুন বিনা গরম হতে/ রাজনীতির লাল কড়াই। // -------------- চমৎকার কবিতা। হট প্রসঙ্গ এসেছে সুন্দর দ্যোতনায়। ভালো লাগল খুব। অভিনন্দন ও শুভেচ্ছা।
এ এ বিল্লাল ভালো লাগার মত কবিতা ________ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লিখে _ আমাদেরকে পড়ার সুযোগ করে দেবার জন্য _______:)
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
আহমেদ সাবের বেশ আবেগ আছে কবিতায়। কিছু বাক্য গঠনে এবং বানানে দুর্বলতা আশা করি লিখতে লিখতে কেটে যাবে।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪